শুক্রবার (১২ জুলাই) ছুটির দিনের টানা বৃষ্টিতে রাজধানী বিভিন্ন সড়কে জমেছে হাঁটু থেকে কোমরসমান পানিতে রাজধানীর বিভিন্ন এলাকা-সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক গাড়ি সড়কে বিকল হয়ে আটকা পড়েছে। ফলে জনদুর্ভোগের মাত্রা অনেকাংশে বেড়ে গেছে রাজধানীবাসীর। এ কারণে জন্য বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শুক্রবার (১২ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।
যেসব এলাকার বাসিন্দাদের কথা উল্লেখ করেছে ট্রাফিক বিভাগ সেগুলো হলো রাজধানীর ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টেনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোড এলাকা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয়ে ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘শুকবার সারা দিন কমবেশি বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।’
তরিফুল আরও বলেন, “বৃষ্টিপাতের প্রবণতা কমে আসলে স্বাভাবিকভাবে তাপমাত্রা একটু বেড়ে যাবে। সামনের সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে। এতে করে ভ্যাপসা গরম অনুভূত হবে।”