• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীতে মাইকিং না করতে বিএনপিকে চিঠি ডিএমপির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০৪:০৫ পিএম
রাজধানীতে মাইকিং না করতে বিএনপিকে চিঠি ডিএমপির

রাজধানীতে জনসাধারণের বিরক্তি ও শব্দ দূষণ রোধে বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৫ জুলাই) ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।  

রোববার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে এ চিঠির বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এ পদযাত্রার প্রচারণার জন্য ১৬ ও ১৭ জুলাই ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলেন দলটির দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু। তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি চিঠি দিয়ে মাইকিং করা থেকে দলটিকে বিরত থাকতে বলে।  

ডিএমপির চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দ দূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, উক্ত বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দ দূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।

Link copied!