• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের পেতে সহায়তা চাইল ডিএমপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৮:৪২ পিএম
আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের পেতে সহায়তা চাইল ডিএমপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমাতে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার পর আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তাকে খুঁজে বের করতে জনসাধারণকে সহায়তা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “কিছু কর্মকর্তা ৫ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন এবং এখনো কর্মে ফিরে আসেননি। কিছু কর্মকর্তা হয়তো পালিয়ে গেছেন। আমাদের ধারণা কিছু কর্মকর্তা আত্মগোপনে আছেন।”

মাইনুল হাসান বলেন, “আমরা আশা করি, সমাজের সর্বস্তরের মানুষ তাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আমাদের সহায়তা করবেন। যদিও আমরা তাদের খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তবুও আপনাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পুলিশ সদস্যদের প্রাণহানির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে। যেসব জায়গায় ঘটনা ঘটেছে- যেমন যাত্রাবাড়ী থানা, উত্তরা পূর্ব থানায় পুলিশ কেস হয়েছে। আরও অন্যান্য জায়গায় হওয়ার প্রক্রিয়ায় আছে।”

Link copied!