• ঢাকা
  • রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩০, ৮ রমজান ১৪৪৫

হিজবুত তাহরীরকে প্রথমেই প্রতিরোধ না করার কারণ জানালেন ডিএমপি কমিশনার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০২:০৩ পিএম
হিজবুত তাহরীরকে প্রথমেই প্রতিরোধ না করার কারণ জানালেন ডিএমপি কমিশনার
বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের গেটেই হিজবুত তাহরীরের মিছিল প্রতিরোধ করা সম্ভব হলেও মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে তা করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (৮ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা ডাকাতির ঘটনা নিয়ে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

শুক্রবারের ঘটনার বিবরণ জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, “হিজবুত তাহরীরের মিছিল আমরা প্রথমেই ডিসপার্স করতে পারতাম, উত্তর গেটে প্রচুর মুসল্লি ছিল, তখন কাঁদানে গ্যাস কিংবা কোনোভাবে তাদের প্রতিরোধ করতে চাইলে মুসল্লিদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটত, তাই আমরা বাইতুল মোকাররমের গেটে তাদের ডিসপার্স করিনি।”

ডিএমপি কমিশনার বলেন, “এই ঘটনায় মোট ২২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। এখনো গ্রেপ্তার অভিযান চলছে।”

এ ছাড়া বনশ্রীর ডাকাতির ঘটনা নিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, “এতে মোট সাতজন জড়িত ছিল। তাদের ছয়জনকে আমরা গ্রেপ্তার করেছি। ডাকাতি করা স্বর্ণালংকার বিক্রি করে পাওয়া ২ লাখ ৪৪ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার, ঘটনার ব্যবহৃত পিস্তল, ব্যবহৃত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে।”

Link copied!