• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
নদীবন্দরে সতর্কতা

ভারী বর্ষণের পর রাতে তীব্র ঝড়ের পূর্বাভাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৮:০৮ পিএম
ভারী বর্ষণের পর রাতে তীব্র ঝড়ের পূর্বাভাস
ছবি: প্রতীকী

দেশের সাত জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে জেলাগুলোতে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে।

তীব্র ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। যে কারণে সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল থেকেই রাজধানীতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সকাল ৬টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। এতে স্বাভাবিকভাবে তাপমাত্রা একটু বেড়ে যাবে। সামনের সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে। এতে ভ্যাপসা গরম অনুভূত হবে। 

Link copied!