চলমান শৈত্যপ্রবাহে মোহাম্মদপুর, কামরাঙ্গিচর বেড়িবাঁধ এলাকার বিভিন্ন বস্তিতে খেটে খাওয়া প্রায় পাঁচ শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক, বয়স্ক ও প্রতিবন্ধী শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। শুকবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকা জেলা প্রশাসন এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় ঢাকার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো, মিজানুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উমর ফারুক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়াহিদুল আলম, তেজগাও সার্কেলের পিআইও জাকির হোসেন এবং জেলা প্রশাসনের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ‘ইতোমধ্যেই জেলা প্রশাসন ঢাকা কর্তৃক শীতার্ত বিভিন্ন শ্রেণিপেশার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রদেয় সরকারী কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের মাঝে ঢাকা মহানগরসহ উপজেলায় কম্বল বিতরণ অব্যাহত থাকবে।’