• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুমের মামলা করা যাবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৪:৪৮ পিএম
নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুমের মামলা করা যাবে

সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইসহ দেশের সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুম সংক্রান্ত যাবতীয় মামলা দায়ের করা যাবে।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি থেকে একটি গণবিজ্ঞপ্তি  জারি করা হয়। তাতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও কোস্ট গার্ডসহ দেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার করার উদ্দেশ্যে মামলা দায়ের করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গুমের ঘটনায় ভুক্তভোগী অথবা তাদের পরিবার এ উদ্দেশ্যে গঠিত কমিশনে এসে বা কমিশনের ঠিকানায় ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন বলেও জানানো হয়।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!