• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দীপু মনি ৪, ফিরোজের ৭ দিনের রিমান্ড


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৯:৩২ পিএম
দীপু মনি ৪, ফিরোজের ৭ দিনের রিমান্ড
আ স ম ফিরোজ ও ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পৃথক হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৪ আগস্ট) মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম দীপু মনিকে ৪ দিন ও ফিরোজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শনিবার রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় দীপু মনির ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এ সময় তার পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, গত ১৯ জুলাই ভাটারা এলাকায় সোহাগ মিয়া (১৬) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে তার বাবা শাফায়াৎ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করা হয়। ওই মামলায় আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার সুষ্ঠু-তদন্তের জন্য আজ শনিবার তাকে আদালতে হাজির ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Link copied!