• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘বিপর্যয়ে’ রূপ নিচ্ছে ঢাকার বায়ুদূষণ, নির্বিকার সবাই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৩:২৭ পিএম
ধীরে ধীরে বিপর্যয়ে রূপ নিতে যাচ্ছে রাজধানী ঢাকার বায়ুদূষণ। ছবি: সংগৃহীত

ধীরে ধীরে বিপর্যয়ে রূপ নিতে যাচ্ছে রাজধানী ঢাকার বায়ুদূষণ। টানা কয়েকদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে থাকছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে গত চারদিন ধরে ক্রমাগত স্কোর বেড়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে গত ১০ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও এর আশপাশের এলাকার বাতাসের মান মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

ঝুঁকিপূর্ণ সেই পরিস্থিতিতে ঘরের বাইরে গেলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয় মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে সতর্কতা জারির পরদিন ১১ ডিসেম্বর বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আইকিউএয়ারের ২৩৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ঢাকা। তবে পরদিন ১২ ডিসেম্বর স্কোর বেড়ে ২৪০ হলেও বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান দাঁড়ায় তৃতীয়তে।

তবে ১৩ ডিসেম্বর ছুটির দিন শুক্রবার ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষে স্থানে চলে আসে রাজধানী ঢাকা। এদিন আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ২৬২ স্কোর হয় ঢাকার। ২১৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে চলে যায় ভারতের রাজধানী দিল্লি।

আইকিউ এয়ারের সূচকে ছুটির দিনে ঢাকা ও আশপাশের তিনটি স্থানের বায়ুদূষণ সবচেয়ে বেশি দেখানো হয়। সেসব স্থান হচ্ছে, ঢাকার মার্কিন দূতাবাস (৩০৮), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯৩) ও ইস্টার্ন হাউজিং (২৮৩)।

এদিকে, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় একিউআই স্কোর ২৮১ নিয়ে রাজধানী ঢাকা বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে স্থানে চলে আসে। যে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ১৭৯, তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের স্কোর ১৭৮ ও তৃতীয় স্থানে থাকা লাহোরের স্কোর ২১৬।

বাংলাদেশে পাঁচটি দূষণের ওপর নির্ভর করে আইকিউএয়ারের সূচক। এগুলো হলো -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। রাজধানী ঢাকা মূলত দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় একেবারেই জর্জরিত। বিশেষ করে শীতকালে বায়ুর মান একেবারে অস্বাস্থ্যকর হয়ে ওঠে। এবারের বায়ুদূষণ ধীরে ধীরে বিপর্যয়কর হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।

তাছাড়া কয়েকদিন ধরেই প্রতিবেশী দেশ ভারত ঢেকে আছে কুশায়ার বিস্তৃত চাদর। কুয়াশার দীর্ঘ বলয় তৈরি হয়েছে রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশ হয়ে বিহার ও পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে। ভারতের কুশায়ার এই বলয়ে ঢুকে পড়েছে বাংলাদেশে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল।

আবহাওয়াবিদদের মতে, কুয়াশার সঙ্গে বায়ুদূষণের গভীর সম্পর্ক রয়েছে। দূষিত বায়ুর এলাকায় ছড়িয়ে পড়া কুয়াশা অন্যান্য এলাকায় ছড়িয়ে দূষণ বাড়িয়ে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তসীমান্ত দূষণের সঙ্গে বাংলাদেশের স্থানীয় উৎসগুলো মিলিয়ে বায়ুদূষণ বাড়িতে তোলে।

ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণের বিপদ বেড়েই চলেছে। বিশেষ করে শীতের দাপটের সঙ্গে কুয়াশার চাদর যে ঘন হচ্ছে তার সঙ্গে বায়ুদূষণের গভীর সম্পর্ক রয়েছে। দেশে বায়ুদূষণ বেড়ে গেলে স্বাস্থ্যগত বিপর্যয় ঘটতে পারে। 

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) বলছে, দূষিত বায়ুর কারণে বিশ্বে প্রতিবছর অন্তত ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। দূষিত বায়ুর কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ বেড়ে যায়। এ থেকে বেড়ে যায় মৃত্যুর হারও।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!