ঢাকা-খুলনা ট্রেন, সাড়ে ৯ ঘণ্টার পথ এখন ৪ ঘণ্টায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৮:৫১ পিএম
ঢাকা-খুলনা ট্রেন, সাড়ে ৯ ঘণ্টার পথ এখন ৪ ঘণ্টায়
পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল। ছবি: সংগৃহীত

পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচলের নতুন দ্বার উন্মোচন হচ্ছে ২৪ ডিসেম্বর। এদিনে ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে। এর মধ্য দিয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল সেকশনে রেলপথের যাত্রা শুরু হচ্ছে।

বুধবার (১৮ ডিসেম্বর) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নতুন দুই জোড়া ট্রেন চলাচল উদ্বোধন করবেন।

তবে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সাপ্তাহিক একদিনের বিরতি রেখে খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নিয়মিত চলবে। একইসঙ্গে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নিয়মিত চলাচল করবে।

বর্তমানে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে ট্রেনে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট। রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে প্রয়োজন হয় ৭ ঘণ্টা ৩৫ মিনিট। তবে নতুন চালু হওয়া ট্রেনে চড়ে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা অথবা বেনাপোল পৌঁছা যাবে। অর্থাৎ ৪ থেকে সাড়ে ৫ ঘণ্টা সময় বাঁচবে।

তথ্যমতে, জাহানাবাদ এক্সপ্রেস বা ৮২৫ নম্বর ট্রেন খুলনা থেকে ভোর ৬টায় ছাড়বে। ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। আর ৮২৬ নম্বর ট্রেন ঢাকা থেকে রাত ৮টায় ছাড়বে। খুলনা পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। যাত্রাপথে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগাডা, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন স্টেশনে বিরতি করবে।

অন্যদিকে, রূপসী বাংলা এক্সপ্রেস বা ৮২৮ নম্বর ট্রেনটি সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়বে। বেনাপোল পৌঁছাবে দুপুর ২টা ৩০ মিনিটে। বেনাপোল থেকে ৮২৭ নম্বর ট্রেনটি দুপুর সাড়ে ৩টায় বেনাপোল ছাড়বে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানি জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা করবে।

প্রসঙ্গত, জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধের দিন থাকবে সোমবার। ট্রেন দুটির ১২টি কোচে মোট ৭৬৮টি আসন থাকবে।

Link copied!