• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১০:০৩ এএম
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণ
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ বিল, ব্যাংক সুদ ও ডলারের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে হঠাৎ করে হিমাগারে আলু সংরক্ষণে ভাড়া বাড়িয়ে দেয় হিমাগার মালিকপক্ষ। এতে দেশের বিভিন্ন এলাকায় চাষিরা বিক্ষোভ দেখান। এমন পরিস্থিতিতে কৃষকের স্বার্থ রক্ষার সারা দেশে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে সরকার।

রোববার (২ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৬ (খ) ধারাতে প্রদত্ত ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন হিমাগারে আলু সংরক্ষণের নিমিত্ত কেজি প্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হলো।

Link copied!