• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

নিম্নচাপ এখন লঘুচাপে পরিণত, নেমেছে সংকেত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০২:৪৮ পিএম
নিম্নচাপ এখন লঘুচাপে পরিণত, নেমেছে সংকেত
নিম্নচাপ এখন লঘুচাপে পরিণত। ছবি: সংগৃহীত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে দেশের চার সমুদ্রবন্দরকে দেওয়া সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, “বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটি আর নেই। সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। যে কারণে বন্দরগুলোতে যে সতর্কতা সংকেত ছিল তা নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। এরপর এটি দুর্বল হয়ে শনিবার রাত ৯টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

এর আগে গত ১৬ ডিসেম্বর দিবাগত রাতে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়। যেটি পরে সুস্পষ্ট থেকে শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়। 
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলে আবহাওয়া অফিস। এছাড়া নিম্নচাপের প্রভাবে শুক্রবার ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিও হয়।

নিম্নচাপ লঘুচাপে পরিণত হওয়ার পর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!