• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
কলকাতায় নামল দুটি

ঘনকুয়াশায় ১২ ফ্লাইটের শিডিউল বিপর্যয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪, ০৩:৪৫ পিএম
ঘনকুয়াশায় ১২ ফ্লাইটের শিডিউল বিপর্যয়

ঘন কুয়াশার কারণে ঢাকাগামী ১২টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউলে বিপর্যয় ঘটেছে। এদিকে রাজধানীর শাহজালাল বিমানবন্দরগামী দোহা ও দাম্মাম থেকে আসা দুইটি ফ্লাইট ভারতের কলকাতায় অবতরণ করেছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক ফ্লাইট রাডার সিস্টেমস পর্যালোচনায় দেখা যায়, কাতারের দোহা থেকে ঢাকায় সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের কিউআর-৬৪২ ফ্লাইটটি অবতরণের কথা ছিল। একইসঙ্গে ৯টার দিকে দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০ ফ্লাইটটিও অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে ঢাকার আকাশ থেকে ফিরে গিয়ে ফ্লাইট দুটি অবতরণ করে কলকাতায়।

একই কারণে সঠিক সময়ে অবতরণ করতে পারেনি বিভিন্ন এয়ারলাইন্সের আরও ১২টি আন্তর্জাতিক ফ্লাইট। দৃষ্টিসীমা কমে আসায় দেরিতে উঠানামা করছে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো।

এর আগে শুক্রবারও (১২ জানুয়ারি) দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০ ফ্লাইট ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে নামতে ব্যর্থ হয়ে কলকাতায় অবতরণ করে।

এ ছাড়া গত ৩ জানুয়ারি দিবাগত রাত ২টা থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১৩টি ফ্লাইট। এগুলোর মধ্যে ৭টি ফ্লাইট ভারতের কলকাতা ও হায়দরাবাদে অবতরণ করে। বাকি ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কুয়াশার কারণে গত ডিসেম্বর থেকেই বেশ কয়েকবার ঢাকাগামী ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটছে। বিভিন্ন সময় ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করছে অন্যান্য বিমানবন্দরে।

Link copied!