• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ডেনমার্কে কোরআন অবমাননায় বাংলাদেশের তীব্র নিন্দা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ০৪:৩৪ পিএম
ডেনমার্কে কোরআন অবমাননায় বাংলাদেশের তীব্র নিন্দা

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শ‌নিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এমন জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পাশে একটি মসজিদের সামনে কোরআন পোড়ানোর এ ঘটনা ঘটেছে।

সম্প্রতি সুইডেনে কট্টর ডানপন্থী কর্তৃক তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।

Link copied!