রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে। বুধবার ঘটনাস্থলে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের চিত্র দেখা যায়। ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিনজু।
ধ্বংসস্তূপে কাজ করছেন উদ্ধারকর্মীরাভবনের নিচ তলায় ফায়ার ব্রিগেডের কর্মীরাবিরিয়ানির প্যাকেট, টুপি ও একটি স্যান্ডেলধ্বংসস্তূপের মাঝে বিবর্ণ স্যান্ডেল, দূরে দুটি পানির বোতলভবনের কোনো কিছুই যেন আর অক্ষত নেইভবনের ভেতর থেকে টুকরো-টাকরাগুলো এক জায়গায় জড়ো করছেন এক পরিচ্ছন্নতাকর্মীরাভবনে কেউ জীবিত আটকে আছে কি না, সেটা তদারকি করতে র্যাবের ডগ স্কোয়াডএই চেয়ারটায় হয়তো কেউ বসতোধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে দুটি জুতা। তবে দুই রকমউল্টে থাকা রিকশাভ্যানটি ছিল ভবনের ঠিক নিচেই