ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি। তাদের দাবি, সারা দেশে যেভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তা বর্ষায় ভয়াবহ রূপ নেওয়ার আগে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্রী পার্টি ঢাকা মহানগর কমিটির সভাপতি এম এ গনির সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানান নেতারা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, “ঢাকা শহর ও দেশের বিভিন্ন স্থানে সুউচ্চ বিল্ডিংয়ের পাশে ডোবানালায় ও নর্দমায় পানি যেন জমে না থাকে। সে ব্যাপারে স্থানীয় সরকার প্রশাসনকে তৎপর হতে হবে।”
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সভাপতিমণ্ডলীর সদস্য কানন আরা, অশোক ধর, কে জি মহিউদ্দিন বাদল, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম, মতিঝিল থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম জুয়েল, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম, ড. নাজমুল করিম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির, ঢাকা মহানগর কমিটির সদস্য আব্বাস উদ্দিন পাটোয়ারী, ইদ্রিস আলী মোল্লা প্রমুখ।