• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬

দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা : বিএনপি নেতা রবির পদ স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৫:২২ পিএম
দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা : বিএনপি নেতা রবির পদ স্থগিত
শেখ রবিউল আলম রবি। ফাইল ফটো

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যা ঘটনাকে কেন্দ্র উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রবিকে পাঠানো হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, বিএনপি নেতা রবিউল আলম রবিকে দলীয় পদ স্থগিত করা হয়েছে। হত্যা মামলার আসামি হওয়ার কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার প্রতিবেদনে রবির নাম ওঠে আসে। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে তামিমের পরিবার। যার মধ্যে তিন নম্বর আসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রবি। তিনি আবাসন প্রতিষ্ঠানটির মালিক।

পুলিশ জানিয়েছে, তানজিল জাহান তামিমকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!