• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষিখাতে জনশক্তি কমেছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০৭:২৫ পিএম
কৃষিখাতে জনশক্তি কমেছে
কৃষিখাতে জনশক্তি কমেছে

দেশের কৃষিখাতে জনশক্তি কমেছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) শ্রমশক্তি জরিপে উঠে এসেছে। এই খাতে উল্লিখিত প্রান্তিকে ৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার জনশক্তি নিয়োজিত ছিল। ২০২২ সালের একই প্রান্তিকে ছিল ৩ কোটি ৩৩ লাখ ৬০ হাজার জন।

বিবিএসের হিসাবে কৃষির পরেই সবচেয়ে বেশি জনশক্তি নিয়োজিত আছে সেবা খাতে। আলোচ্য প্রান্তিকে এ খাতে জনশক্তির পরিমাণ  ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার। ২০২২ সালের একই প্রান্তিকে ছিল ২ কোটি ৫৬ হাজার ৫০ হাজার জন। অর্থাৎ এ খাতে জনশক্তি বেড়েছে।

এদিকে ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শিল্পখাতে জনশক্তি নিয়োজিত ছিল ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার জন। ২০২২ সালের একই প্রান্তিকে এ খাতে জনশক্তি নিয়োজিত ছিল ১ কোটি ২০ লাখ ৩০ হাজার জন। অর্থাৎ এ খাতেও জনশক্তি বেড়েছে।

প্রান্তিকভিত্তিক হিসাবের বাইরে বছরওয়ারি হিসাবেও কৃষিখাতে কর্মসংস্থান কমেছে। ২০২৩ সালে দেশে কৃষিখাতে জনশক্তির পরিমাণ ছিল ৩ কোটি ১৭ লাখ ৮০ হাজার। ২০২২ সালে এর পরিমাণ ছিল ৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার জন। অর্থাৎ কর্মসংস্থান কমেছে ২ লাখ।

Link copied!