• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কমে গেল ডিমের দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৪:০৬ পিএম
কমে গেল ডিমের দাম
বাজারে কমে গেছে ডিমের দাম। ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে কমে গেছে ডিমের দাম। গেল সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম উঠে গিয়েছিল ১৮০ টাকা পর্যন্ত। তবে শুক্রবার (১৮ অক্টোবর) ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। ফার্মের ডিমের দাম প্রতি ডজনে কমেছে ২৫ টাকা করে। বর্তমানে কারওয়ান বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

কারওয়ান বাজারে সবুজ নামে এক ডিম বিক্রেতা জানান, আগে ডিমের ডজন ১৮০ থেকে ১৯০ টাকা ছিল, এখন ১৪৫ টাকা দরে বিক্রি করছি। প্রতি পিস ডিমে কমেছে ৪ থেকে ৫ টাকা কমেছে বলে বলছেন তিনি। এছাড়াও সিন্ডিকেট নিয়ে এই খুচরা ব্যবসায়ী বলেন, প্রশাসন অভিযান চালিয়ে পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে দাম বেঁধে দেওয়ার ফলে দাম কমেছে।

তবে ক্রেতারা বলছেন, কারওয়ান বাজারসহ অন্যান্য বড় বাজারে ডিমের দাম কমে প্রতি ডজন দেড়শ টাকায় বিক্রি হলেও পাড়া-মহল্লায় কিছুটা বাড়তি দামেই বিক্রি হচ্ছে। বিভিন্ন এলাকার মুদি দোকানে প্রতি ডজন ১৫৫-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কল্যাণপুর বাজারেও ডজন প্রতি ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে ফার্মের ডিম। কল্যাণপুরের বাসিন্দা মোহম্মদ জোবায়ের বলেন, আজ ফার্মের ডিম ১৫০ টাকায় এক ডজন কিনেছি। গেল সপ্তাহের শুরুতে এই ডিম কিনেছিলাম ১৮০ টাকায়।” তিনি আরও বলেন, “শুধু দাম বেঁধে দিলে হবে না। নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি-না সে বিষয়ে সরকারের কঠোর নজরদারি থাকতে হবে।”

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, “বাজারে ডিমের সরবরাহ বাড়ায় দাম কমেছে।”

ডিমের দাম মানুষের নাগালের মধ্যে আনতে সরকার ডিম আমদানির অনুমতি দিয়েছে। সেই সঙ্গে ডিমের আমদানি শুল্ক বিদ্যমান ২৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা থাকবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

Link copied!