স্থানীয় নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এটি কি জাতীয় নির্বাচনের আগে না পরি হবে। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিতে সরব বিএনপিসহ কিছু রাজনৈতিক দল। এ অবস্থায় জেলা প্রশাসকেরা (ডিসি) বলছেন, আগে স্থানীয় নির্বাচন করা দরকার। কারণ, জেলা-উপজেলায় জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে তাদের কাজ করা কর্মকর্তাদের জন্য চাপের হয়ে যাচ্ছে।
ডিসিদের এই চাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ডিসি সম্মেলনে বক্তব্য শেষে মঙ্গলবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসকদের বিভিন্ন প্রস্তাব, দাবিদাওয়া, পরামর্শ ও সুপারিশের মধ্য দিয়ে তিন দিনের ডিসি সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। এবারের সম্মেলনে সারা দেশ থেকে ৩৫৩টি প্রস্তাব এবং ৩৪টি কার্য-অধিবেশন ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইনকানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ হলো ডিসি সম্মেলন।
মঙ্গলবার সম্মেলনে বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় জনপ্রতিনিধি না থাকায় সেখানে কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রশাসনিক কাজ ছাড়াও জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। দু-তিনটি কাজ একসঙ্গে করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা। এ জন্য স্থানীয় নির্বাচন আগে করা হোক বলে জানিয়েছেন ডিসিরা।