• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

স্থানীয় নির্বাচন নিয়ে ডিসিরা যে সিদ্ধান্ত জানালেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১০:১৬ এএম
স্থানীয় নির্বাচন নিয়ে ডিসিরা যে সিদ্ধান্ত জানালেন
লোগো

স্থানীয় নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এটি কি জাতীয় নির্বাচনের আগে না পরি হবে। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিতে সরব বিএনপিসহ কিছু রাজনৈতিক দল। এ অবস্থায় জেলা প্রশাসকেরা (ডিসি) বলছেন, আগে স্থানীয় নির্বাচন করা দরকার। কারণ, জেলা-উপজেলায় জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে তাদের কাজ করা কর্মকর্তাদের জন্য চাপের হয়ে যাচ্ছে।

ডিসিদের এই চাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ডিসি সম্মেলনে বক্তব্য শেষে মঙ্গলবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসকদের বিভিন্ন প্রস্তাব, দাবিদাওয়া, পরামর্শ ও সুপারিশের মধ্য দিয়ে তিন দিনের ডিসি সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। এবারের সম্মেলনে সারা দেশ থেকে ৩৫৩টি প্রস্তাব এবং ৩৪টি কার্য-অধিবেশন ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইনকানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেষ হলো ডিসি সম্মেলন।

মঙ্গলবার সম্মেলনে বক্তব্য দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জেলা-উপজেলায় জনপ্রতিনিধি না থাকায় সেখানে কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রশাসনিক কাজ ছাড়াও জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। দু-তিনটি কাজ একসঙ্গে করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা। এ জন্য স্থানীয় নির্বাচন আগে করা হোক বলে জানিয়েছেন ডিসিরা।

Link copied!