‘কোটা সংস্কার’ আন্দোলনে সহিংসতায় রিয়াসহ ৪ শিশু নিহত হওয়ায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবার ওই শিশুদের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার।
রিটে যে চার শিশুর কথা উল্লেখ আছে তারা হলো, নারায়ণগঞ্জের রিয়া গোপ, মিরপুরের সাফফাত, রায়েরবাগের আবুল আহাদ ও উত্তরার নাঈমা সুলতানা।
এ বিষয়ে তৈমূর আলম খন্দকার বলেন, “কোটা আন্দোলনে অংশ না নিয়ে ঘরে থেকে কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল?”
আদালত সূত্রে জানা গেছে, বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে বৃহস্পতিবার (১ আগস্ট) রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।