• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অতিরিক্ত মদ্যপানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪, ০২:১৪ পিএম
অতিরিক্ত মদ্যপানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক সৈয়দ নাজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম (৪৮) অতিরিক্ত মদ্যপানে মারা গেছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরে তাদের নিজ বাসায় অতিরিক্ত মদ্যপানের কারণে মারা যান তারা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-২ নম্বর অফিসার্স কমপ্লেক্সের বাসায় নাজমুল আহসান ও নাহিদ বিনতে আলম অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নাজমুলকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া নাহিদ বিনতে আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনিও মারা যান।

Link copied!