• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬

শ্যামপুরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৮:৪৫ এএম
শ্যামপুরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরের বালু মাঠ এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুতায়িত হয়ে মো. লাভু মন্ডল (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।  কাজের কারণে নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি।

সোমবার (১৪ অক্টোবর) রাতে শ্যামপুরের সুগন্ধা গার্মেন্টস ফ্যাক্টরির নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লাভুকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১১টা নাগাদ তাকে মৃত ঘোষণা করেন।

লাভু মন্ডল সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাহাপুর গ্রামের বক্কার আলীর ছেলে।

নিহতের খালাতো ভাই শাহাদাত হোসেন বলেন, “লাভু পেশায় একজন নির্মাণশ্রমিক। গত রাতে ওই নির্মাণাধীন ভবনের ছাদে রড ওঠানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় সে। খবর পেয়ে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানিয়েছি।”

Link copied!