‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষে স্থানে অবস্থান করছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকার স্কোর ২৬২। ২১৭ স্কোর নিয়ে বায়দূষণে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি।
ছুটির দিন শুক্রবার ঢাকায় বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তবে ঢাকা ও আশপাশের তিনটি স্থানের বায়ুদূষণ অনেক বেশি। এসব স্থান হচ্ছে, ঢাকার মার্কিন দূতাবাস (৩০৮), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯৩) ও ইস্টার্ন হাউজিং (২৮৩)।
ঢাকার এই ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ুর কবল থেকে বাঁচতে হলে কিছু পরামর্শ মেনে চলতে হবে। আইকিউএয়ার বলছে, এমন দূষিত বায়ুর শহরে ঘর থেকে বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। সেই সঙ্গে ঘরের বাইরে ব্যায়ামও করা যাবে না।
আইকিউএয়ার বায়ুদূষণের তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে লাইভ বা তাৎক্ষণিক এই সূচক কোনো নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয়। একই সঙ্গে সতর্কও করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। আর স্কোর ১০১ থেকে ১৫০ হলে সেই বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।
তবে আইকিউএয়ারের স্কোর যখন ২০১ থেকে ৩০০ এর মধ্যে হয়, তখন সেই বায়ুকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। আর স্কোর যখন ৩০১ থেকে তার ওপরের দিকে চলে যায় সেই বায়ুকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়।