পবিত্র ঈদুল আযহার ছুটি শেষ হয়েছে আজ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। গত দুদিন ফাকা রাজধানীতে টানা বৃষ্টিতে অনেকটা ঘরবন্দি ঈদ উদযাপন করেছে নগরবাসী।
এদিকে ছুটি শেষ হওয়ায় আজ সকাল থেকে রাজধানীতে আসতে শুরু করেছে বিভিন্ন পেশার কর্মজীবীরা। ট্রেন, বাস ও লঞ্চযোগে রাজধানীতে ফিরছেন তারা।
গাবতলী, সদরঘাট, যাত্রাবড়ি, কমলাপুরসহ বিভিন্ন গন্তব্যে ক্রমশ ভিড় বাড়ছে ঢাকায় ফেরা মানুষের। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে রাজধানীর চিত্র।
এদিকে কমলাপুর রেল স্টেশনে সকালের দিকে দেখা গেছে রাজধানীতে ফেরা মানুষের তেমন ভিড় ছিল না। তবে দুপুরের পর থেকেই স্টেশনে আসা সবকটি ট্রেনই যাত্রীপূর্ণ দেখা গেছে।
বিকেলের দিকে পাল্টে যায় স্টেশনের চিত্র। রাজধানীর চিরচেনা রূপ ফিরে আসে কর্মজীবী মানুষের ভিড়ের সঙ্গে সঙ্গে।
রাজধানীতে আসা কর্মজীবীরা বলছেন, ঈদের ছুটি শেষ, কাল থেকে অফিস। ভোগান্তি এড়াতে তাই আগেই চলে এসেছি।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন- ঢাকার বাইরের যাত্রীদের মূল স্রোত আসবে আগামীকাল।
রাজশাহী থেকে ঢাকায় ফেরা ব্যাংক কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কাল ব্যাংক খোলা, তাই আজ ফিরতে হয়েছে। স্কুল বন্ধ থাকায় ছেলে মেয়েরা আসেনি। তারা আগামী সপ্তাহে আসবে।
চট্টগ্রাম থেকে আসা ইয়াকুব আলী বলেন, ছুটি শেষে নির্ধারিত সময়েই অফিসে উপস্থিত থাকতে হবে। এজন্যই আজ ঢাকায় চলে এসেছি। কাল থেকে অফিস শুরু করবো।