ঢাকাসহ চার মহানগর ও জেলায় কারফিউ চলমান থাকবে। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে শনিবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে।
গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এ ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে এসব এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।
এদিকে, চট্টগ্রাম নগর ও জেলায় শনিবার ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করেছে প্রশাসন। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতি দিয়ে আবারও কারফিউ বলবৎ থাকবে। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং জেলা প্রশাসনের পক্ষে গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ১২ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল। আগামীকাল শনিবার আরও দুই ঘণ্টা বেশি অর্থাৎ ১৪ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাত আটটার পর কারফিউ বলবৎ হবে।
চট্টগ্রাম জেলায়ও শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার।