• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৩:৩৩ পিএম
দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু
পূজামণ্ডপ। ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম, যা চলবে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত চলবে।

তথ্যটি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক।

আবুবকর সিদ্দীক জানান, দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোরকম বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০১৭৬৬৮৪৩৮০৯-তে অবহিত করা যাবে। এ ছাড়া সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য দেওয়া যাবে। ধর্ম মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

Link copied!