রাজধানীর শ্যামবাজারে ‘এমভি বাঙালি’ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর শ্যামবাজার ঘাটে নোঙর করে রাখা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) ‘এমভি বাঙালি’ নামের একটি লঞ্চে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বেলা ১২টা ৫৫ মিনিটের দিকে লঞ্চটির তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট বেলা ১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
আগুন নিয়ন্ত্রণে সদরঘাট নদীবন্দর ফায়ার স্টেশনের ২টি, পোস্তগোলা ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট ৫টি ইউনিট কাজ করে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা সম্পর্কে কিছু জানা যায়নি।