• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোক্তার অধিকারের অভিযান, ৫১ প্রতিষ্ঠানকে জরিমানা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৮:৪৭ পিএম
ভোক্তার অধিকারের অভিযান, ৫১ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তার অধিকারের অভিযান। ছবি : সংগৃহীত

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ে জোর দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে অধিদপ্তরের ২৬টি টিম। এসব অভিযানে ৫১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলো হয়, ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৫টি টিম বাজার তদারকি করে এবং অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ২২টি জেলায় একসঙ্গে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমে ৫১টি প্রতিষ্ঠানে মোট ৪ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Link copied!