নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট কমনওয়েলথ প্রতিনিধি দল : ইসি সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ১২:১৩ পিএম
নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট কমনওয়েলথ প্রতিনিধি দল : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচনের পদ্ধতি, ব্যবস্থা ও ভোটাররা কিভাবে কেন্দ্রে ভোট দিতে যাবেন এসব বিষয় জানতে চেয়েছেন। কমিশন থেকে তাদের সব জানানো হয়েছে। এতে তারা নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।

রোববার (১৯ নভেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে ইসির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ইসিসহ অন্যান্য যে সংস্থা রয়েছে তাদের সঙ্গে প্রতিনিধি দল বৈঠক করে কমনওয়েলথ প্রধানের কাছে রিপোর্ট পাঠাবেন। এরপর তারা সিদ্ধান্ত নেবেন নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা। 

Link copied!