• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

‘নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৪:২৬ পিএম
‘নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “নিত্যপণ্যের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। তবে জিনিসপত্রের দাম বেশি থাকায় কিছু মানুষের কষ্ট হচ্ছে, এটা সত্যি। দাম আরও কমানোর চেষ্টা করছে সরকার।”

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আগের সরকারের অনেকের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।”

দেশে বেকারত্ব বেড়েছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনার মাধ্যমে সেটি পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার। বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!