বিশ্ব মানবতার অস্তিত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতাই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি এ আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরতসহ মানবিক সহায়তা অব্যাহত রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ১০টার পর ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া জি-২০ সম্মেলনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতারা সম্মেলনস্থলে উপস্থিত হন। সবাইকে সাদর সম্ভাষণ জানান নরেন্দ্র মোদি।