ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টার পর থেকে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসতে থাকেন।
ঢামেকের জরুরি দেখা গেছে, আহত শিক্ষার্থীরা কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউ অন্যান্য বাহনে চড়ে চিকিৎসা নিতে এসেছেন। অনেকেরই মাথায় আঘাত লেগেছে। তাদের মাথা থেকে রক্ত ঝরতেও দেখা যায়।
এর আগে সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করা হয়। আহতদের প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
ছাত্রলীগ দাবি করেছে, তাদেরও কয়েকজন আহত হয়েছেন।