• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চুন্নুর প্রার্থিতা বৈধ ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৪:২৯ পিএম
চুন্নুর প্রার্থিতা বৈধ ঘোষণা
মুজিবুল হক চুন্নু। ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে কিশোরগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক ঋণ খেলাপির অভিযোগ এনে চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন।

নাসিরুল বলেন, “মুজিবুল হক ঋণ খেলাপি হয়েও তথ্য গোপন করে কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নের বৈধতা পেয়ে যান। মানিকগঞ্জের আলবাটর ফ্যাশন লিমিটেডের নামে রূপালী ব্যাংক পুরানা পল্টন করপোরেট শাখা থেকে মুজিবুল হক ব্যক্তিগত গ্যারান্টার হয়ে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণ তুলে দেন। দীর্ঘদিন ধরে ওই ঋণটি খেলাপি হয়ে আছে। বিষয়টি তিনি তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেননি। তিনি তথ্য গোপন করেছেন। তার মনোনয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।”

Link copied!