• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১১ শা'বান ১৪৪৬

যাত্রাবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৭:১৭ পিএম
যাত্রাবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসার বালতিতে পড়ে তিন বছরের শিশু আব্দুর রহমানের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে কাজলা এলাকার এ ঘটনা ঘটে।

মৃত শিশুর বাবা শাকিব জানান, বাসায় তিনি ও তার স্ত্রী ফাতেমা যখন অন্য কাজে ব্যস্ত ছিলেন, তখন এক ফাঁকে আব্দুর রহমান বাথরুমে চলে যায়। সেসময় সেখানে থাকা বালতিতে পানি ছিল। একসময় বালতির ভেতর সে উপুড় হয়ে পড়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!