• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

মালদ্বীপ গেলেন প্রধান বিচারপতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪, ০৭:৪৩ পিএম
মালদ্বীপ গেলেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ফটো

আন্তর্জাতিক একটি সেমিনারে অংশ নিতে মালদ্বীপ সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা দেন তিনি।

এ সময় তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে লিগ্যাল এইড নিয়ে একটি সেমিনারে অংশ নিতে গত ২৬ নভেম্বর ভারত সফরে যান প্রধান বিচারপতি। সে সময়ও প্রধান বিচারপতির কার্যভার পালন করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!