• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বেড়েছে মুরগির দাম, আলু-পেঁয়াজে স্বস্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৮:৩৪ এএম
বেড়েছে মুরগির দাম, আলু-পেঁয়াজে স্বস্তি

বাজারে বেড়েছে সোনালি মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগির দাম কেজিতে ৩০-৫০ টাকা বেড়েছে। অন্যদিকে বাজারে আলু, পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম আগের তুলনায় কমেছে। এ ছাড়া বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ–সংকট এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ কয়েক সপ্তাহে বাজারে ধরনভেদে সোনালি মুরগি ২৮০-৩২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তবে গত দুই দিনে হঠাৎ এর দাম বেড়ে যায়। বৃহস্পতিবার প্রতি কেজি সোনালি মুরগি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা দাম বেড়েছে। আর প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২১০ টাকা। এই দামও সপ্তাহখানেক আগে কেজিতে ১০ টাকার মতো কম ছিল। তবে ফার্মের মুরগির ডিমের দাম কমেছে। গতকাল এক ডজন ডিম ১৩০-১৩৫ টাকায় বিক্রি হয়েছে।

এদিকে ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ায় ভোজ্যতেল কোম্পানিগুলো। এরপর দুই সপ্তাহ পার হলেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বিক্রেতারা জানান, কোম্পানিগুলো স্বল্পসংখ্যক বোতলজাত সয়াবিন দিচ্ছে, তবে তা ভোক্তা চাহিদার তুলনায় অনেক কম। বাজারে দুই সপ্তাহ আগে চালের দাম কেজিতে পাঁচ টাকার মতো বেড়েছিল। বর্তমানে সেই দামেই স্থিতিশীল রয়েছে।

বর্তমানে বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এর প্রভাবে কমছে সব ধরনের পেঁয়াজের দাম। যেমন গত সপ্তাহে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজের দাম ছিল ৭০-৮০ টাকা; যা গতকাল ৫০-৬০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে আমদানি করা ও দেশি পুরোনো পেঁয়াজেও কেজিতে ৩০ টাকা দাম কমেছে। গতকাল এক কেজি আমদানি করা পেঁয়াজ ৫০-৬০ টাকায় ও দেশি পুরোনো পেঁয়াজ ৬০-৮০ টাকায় বিক্রি হয়।

বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় পণ্যটির দামও কমছে। সপ্তাহের ব্যবধানে নতুন আলুর দাম কেজিতে ১০ টাকা কমেছে। গতকাল প্রতি কেজি নতুন ও পুরোনো আলু ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। তিন সপ্তাহ আগে এক কেজি আলুর দাম ছিল ৮০ টাকা।

Link copied!