রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সনজীদা খাতুন (৯২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে পার্থ তানভীর নভেদ।
সনজীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। তিনি একাধারে রবীন্দ্রসংগীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ এবং শিক্ষক।
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। প্রচলিত ধারার বাইরে ভিন্নধর্মী একটি শিশু-শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দার সভাপতিও ছিলেন।