• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০৭:১৮ পিএম
ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক
ছাত্রলীগের লোগো। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এ আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করা হয়।

বাংলাদেশের ছাত্রলীগের ওয়েবসাইট https://bsl.org.bd/ এ ক্লিক করলে দেখা যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের ছবি। পেজের ওপরের দিকে লেখা রয়েছে, ‘হ্যাকড বাই দ্য রেজিস্ট্যান্ট।’

পেজের মাঝখানে ইংরেজিতে লেখা “IT’S NOT A PROTEST ANYMORE, IT’S A WAR NOW” যার বাংলা অর্থ দাঁড়ায়, “এটা আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ।”

 

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। এদিন রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষে রাজধানী ঢাকায় ৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন দুই শতাধিক আন্দোলনকারী।

Link copied!