• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

সার্টিফিকেট তুলতে ইডেন কলেজে গেলেন ছাত্রলীগ নেত্রী, অতঃপর…


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৫:৪৬ পিএম
সার্টিফিকেট তুলতে ইডেন কলেজে গেলেন ছাত্রলীগ নেত্রী, অতঃপর…

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখিকে আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা। পরে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। পরে বিকেলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ নেত্রী বৈশাখী ইডেন কলেজে যান তার অনার্সের সার্টিফিকেট তুলতে। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

ওসি কাশৈনু বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।”

বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে গত জুলাই মাসের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নাম উঠে আসে। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

Link copied!