• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৪:১৯ পিএম
সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

সচিবালয়ের ১নং গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে যান। বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা ছিল। এসময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। একসময় অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

এর আগে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে ৩০ মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে চলে যান।

Link copied!