• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

ফের ডিজিএফআইয়ের প্রধান পদে পরিবর্তন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৪:৫১ পিএম
ফের ডিজিএফআইয়ের প্রধান পদে পরিবর্তন
মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) প্রধান পদে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম।

সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে ডিজিএফআইয়ের বর্তমান ডিজি মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে।

এ ছাড়া ২৪ ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ আগস্ট মো. ফয়জুর রহমানকে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!