• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

বাংলা নববর্ষে আ. লীগের আনন্দ শোভাযাত্রা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৯:০৮ এএম
বাংলা নববর্ষে আ. লীগের আনন্দ শোভাযাত্রা

বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে দলটির সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নিয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

‌‘বৈশাখ হোক নবজীবন ও অসাম্প্রদায়িকতার সেতুবন্ধন’ স্লোগানে ক্ষমতাসীন দলটি বাংলা নববর্ষ উদ্‌যাপন করেছে। সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ ছাড়া র‌্যালিতে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বৈশাখ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। র‍্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Link copied!