আগারগাঁও নির্বাচন ভবনে লেকের পাশের আঙ্গিনায় সফেদা গাছের চারা রোপন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অন্যান্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবও বিভিন্ন জাতের ফলের চারা রোপন করেছেন।
বুধবার (১০ জুলাই) সকালে তারা বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল রোপণ করেন সফেদা গাছের চারা। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) রোপণ করেন জলপাইগাছের চারা ও বেগম রাশেদা সুলতানা রোপণ করেন জামরুলগাছের চারা।
এ ছাড়া অপর নির্বাচন কমিশনার মো. আলমগীর রোপণ করেন আমগাছের চারা, মো. আনিছুর রহমান রোপণ করেন মিষ্টি জলপাইগাছের চারা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব শফিউল আজিমও রোপণ করেন সফেদাগাছের চারা।