• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৪:২২ পিএম
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন।

এর আগে, ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “আইন নিজের গতিতে চলে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায় কিংবা সংক্ষুব্ধ হয়ে থানায় মামলা রুজু করেন, সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারেন। আমি যতটুকু জানি, একটা মামলা রুজু হয়েছে, সেই জন্যই তাকে আটক করা হয়েছে। তবে আমি সঠিকভাবে এখনো বিষয়টি পরিষ্কার নই, বিভিন্নভাবে অবগত হয়েছি।”

তিনি আরও বলেন, “মামলাকে কেন্দ্র করেই খুব সম্ভবত একটা ঘটনা ঘটেছে। আমি বিস্তারিত জেনে আপনাদের জানাব।”

Link copied!