• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ০৫:১১ পিএম
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ১
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেট কার সংঘর্ষ। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে একটি বাসের ধাক্কায় অপর একটি প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক যাত্রীও আহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এক্সপ্রেসওয়ের পূর্ব নাখালপাড়া, ড্রাম কারখানার ‍পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত চালকের নাম মিলন (৫০)। আহত যাত্রীর নাম মাহফুজ (৩৫)।

তথ্যটি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

মোহাম্মদ মহসীন বলেন, “চলন্ত অবস্থায় প্রাইভেট কারটির চাকা পাংচার হয়ে যায়। এ সময় ভিআইপি পরিবহনের একটি বাস প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির মুখোমুখি হয়ে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়।”

মোহাম্মদ মহসীন আরও বলেন, “আশপাশের লোকজন গুরুতর আহত দুজনকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চালক মিলনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মাহফুজ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কার ও বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।”

Link copied!