• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গুলিস্তানে যাত্রীবেশে বাসে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ০৯:৫০ এএম
গুলিস্তানে যাত্রীবেশে বাসে আগুন
শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা যায়নি। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা-ও কেউ বলতে পারছে না।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বলেন, “যাত্রীবেশে বাসে উঠে কেউ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। খবর পাওয়ামাত্র আমরা ছুটে আসি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

এদিকে উত্তরায় বিআরটিসির তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বাসগুলোর জানালার গ্লাস ভেঙে গেছে।

সকাল থেকে বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর সড়কগুলোতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া যাচ্ছে।

রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় এমনিতেই সড়কে যানবাহনের চাপ থাকে। যার রেশ শুরু হয় সকাল থেকেই। রোববারও তার ব্যতিক্রম ছিল না। সকাল থেকে বিভিন্ন সড়কে গণপরিবহন চলতে দেখা গেছে।

Link copied!