বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খানের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে, সকাল সাড়ে ৯টায় হাসপাতাল থেকে তার লাশ গুলশান-১ এর বাসায় নেওয়া হয়। পরে বাদ জুমা রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) তার জানাজা সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে আকবর আলি খান মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।