• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সবার জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলব : তারেক রহমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:০৪ পিএম
সবার জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলব : তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণি-পেশার মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁও এলজিআরডি মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিক শ্রেণির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “প্রতিবন্ধী নাগরিকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা। আমি বিশ্বাস করি, আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারি না, আর এগোতে চাইও না।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য ফেয়ার, সবার জন্য ইনক্লুসিভ, সবার জন্য বাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য।”

তারেক রহমান বলেন, “আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ, সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি, আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর। আপনাদের মনে রাখতে হবে, এই বাস্তবতায় আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব।”

প্রতিবন্ধীদের উদ্দেশে তিনি বলেন, “দায়িত্ব পেলে সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের পাশে দাঁড়ানোর। আমি বিশ্বাস করি, আপনারা কেউ প্রতিবন্ধী নন বরং আপনারা বিশেষভাবে সক্ষম নাগরিক। প্রত্যেকের রয়েছে অসীম সক্ষমতা। দেশের অন্যান্য নাগরিকের মতো আপনাদের নাগরিক অধিকার, সুযোগ সুবিধা সমানভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।”

Link copied!