দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। তবে শুরু হওয়া বাজেট অধিবেশন কতদিন চলবে, সেই মেয়াদ ঠিক হয়নি সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির সভায়।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় বাজেট উত্থাপন হবে। জাতীয় সংসদের গণসংযোগ শাখা-১ এ তথ্য নিশ্চিত করে।
কার্য-উপদেষ্টা কমিটির সভার পর বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়। তারা হলেন: ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন। এরপর সংসদে শোক প্রস্তাব উত্থাপন ও দোয়া মোনাজাত হয়। বর্তমানে সংসদে প্রশ্নোত্তর পর্ব চলছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা, যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এই বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা।
বাজেটে এনবিআর থেকে রাজস্ব আদায় হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। মোট ঘাটতি থাকার সম্ভাবনা আছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।